Site icon Jamuna Television

চলতি মাসেই নাতাশা দালালকে বিয়ে করছেন বরুন

চলতি মাসেই বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। গত বছরই তাদের বিয়ের জল্পনা ছিল তুঙ্গে। খবর হিন্দুস্থান টাইমসের।

সম্প্রতি ‘অক্টোবর’ অভিনেতার চাচা অনিল ধাওয়ান জল্পনা আরও উসকে দেন। প্রথমে গুজব বললেও পরে স্বীকার করেন, শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে বরুণ।

ভারতীয় গণমাধ্যম জানায়, প্রথমে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারির কারণে আলীবাগের একটি পাঁচতারা হোটেল বুক করা হয়েছে। তবে কোভিড-বিধি মেনেই বিয়ের পরিকল্পনা করা হচ্ছে।

পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ে হবে। ধাওয়ান পরিবারের পক্ষ থেকে ই-কার্ডে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি ডেট ব্লক করে রাখতে বলা হয়েছে অতিথিদের।

শোনা যাচ্ছে, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে সংগীত ও মেহন্দির অনুষ্ঠানের আয়োজন করা হবে আর ২৪ জানুয়ারি বিয়ে। বিয়ের একদিন আগেই ধাওয়ান ও দালাল পরিবার ভেন্যুতে পৌঁছাবেন।

পেশায় ফ্যাশন ডিজাইনার নাতাশা এর আগে অনেকেরই বিয়ের পোশাকের নকশা করেছেন। এবার নিজের জন্য করবেন। তবে বরুণের পোশাক কে করছেন তা জানা যায়নি।

ইউএইচ/

Exit mobile version