Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪২ জনে

ইন্দোনেশিয়ায় সুলাভেসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ।

তাদের সন্ধানে ধ্বংস্তুপের নীচে চলছে উদ্ধার অভিযান। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে অঞ্চলটির ১৫ হাজারের বেশি বাসিন্দাকে। দেয়া হচ্ছে খাবার, নিরাপদ পানিসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

শুক্রবার ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা অঞ্চল। মুহূর্তেই ভেঙে পড়ে বহু আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। আফটার শকে বিভিন্ন অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে গেছে মাকাসারসহ অঞ্চলটির বেশ কিছু গ্রাম। এখনও সুমানির সম্ভবানা রয়েছে বলে শঙ্কা ভূতাত্ত্বিক জরিপ সংস্থার।

২০০৪ সালের ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে মারা যায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

Exit mobile version