Site icon Jamuna Television

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুরসহ কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার কারণে অনেক জায়গায় বেলা করে দেখা মিলছে সূর্যের। কনকনে ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

উত্তরের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্য প্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শীতের দাপট বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সময়মত কাজে যেতে পারছেন না তারা। সন্ধ্যা ও ভোরে ঘন কুয়াশায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

Exit mobile version