Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে শঙ্কা, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে হাইকমান্ড: কাদের মির্জা

নির্বাচন নিয়ে শংকা, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিয়েছে হাইকমান্ড: কাদের মির্জা

নির্বাচন নিয়ে কেটে গেছে সব শঙ্কা, সুষ্ঠু নির্বাচন হবে বলে হাইকমান্ড থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে। সকালে ভোট দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ১নং ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে ভোট দেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত আওয়ামী লীগ মেয়র পদপ্রার্থী আব্দুল কাদের মির্জা।

ভোর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল দেখার মতো। ৯টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ২১ হাজার। আটটায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও প্রচণ্ড শীত উপেক্ষা করে সাড়ে ছয়টা থেকে দলে দলে ভোটাররা লাইনে দাঁড়ান।

Exit mobile version