Site icon Jamuna Television

যেসব খাবারে ত্বক হবে সুন্দর

যেসব খাবারে ত্বক হবে সুন্দর

বেশ কিছু খাবার রয়েছে যেগুলো ত্বকের নানা সমস্যা প্রতিরোধ করে ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। আসুন জেনে নেই সে সকল খাবার সম্পর্কে-

* কাজু বাদাম:
এটি আপনার নখ, ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এটি বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ যেগুলো ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বককে রাখে কোমল।

* ব্রোকলি:
চমৎকার এই সবজিতে রয়েছে ভিটামিন সি যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং ত্বককে রাখে স্বাস্থ্যকর এবং স্থিতিস্থাপক।

* গাজর:
এটি ভিটামিন সি’তে ভরপুর। এই ভিটামিন ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

* অ্যাভাকোডা:
এতে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর চর্বি রয়েছে। যা ত্বককে রাখে কোমল। এই ফল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

* চকলেট:
এতে থাকা কোকোয়া ত্বককে আর্দ্র রাখে এবং ত্বককে করে মসৃণ এবং স্থিতিস্থাপক।

* টক দই:
এতে প্রোটিন ভরপুর যা ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে। ত্বককে সব সময় তারুণ্য দেখায়।

* টমেটো:
উচ্চমাত্রায় লাইকোপেন রয়েছে যা ত্বকের জন্য অনেক প্রকারের উপকারিতা রয়েছে। এতে বেশ কিছু বয়সের ছাপ প্রতিরোধী উপাদান রয়েছে। এটি কোলাজেন তৈরিতে সহায়তা করে যা ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখে।

* গ্রিন টি:
এতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বককে করে স্থিতিস্থাপক। নিয়মিত গ্রিন টি পানে ত্বকের ভঙ্গুরতা, ফাইন আর্ট এবং বলিরেখা প্রতিরোধ করে।

* কফি: এতে বয়সের ছাপ প্রতিরোধী উপাদান রয়েছে।

Exit mobile version