Site icon Jamuna Television

করোনার ফাঁদে পিএসজির কোচ মরিসিও পচেত্তিনো

করোনা পজেটিভ হয়ে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। তাই অ্যাঙ্গার্সের বিপক্ষে ম্যাচে ডাগ আউটের দায়িত্ব থাকবে সহকারী কোচ হোসে পেরেজ ও মিগুয়েল অগাস্টিনের ওপর।

হেড কোচের করোনা আক্রান্ত ও দলের দায়িত্বে সহকারী কোচের থাকার ব্যাপারটি নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ।

টমাস টুখেলের বিদায়ের পর পিএসজির দায়িত্ব নেন পচেত্তিনো। আর করোনার প্রভাবে গেল মৌসুমে নির্ধারিত ম্যাচের চাইতে কম ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো সেই আসরে আর সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো পিএসজি।

Exit mobile version