Site icon Jamuna Television

বাংলাদেশ ও ওয়েস্ট-ইন্ডিজ সিরিজের নামকরণ করা হলো বঙ্গবন্ধুর নামে

২০২১ সালের সব হোম সিরিজ বঙ্গবন্ধু’র নামে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনার পর প্রথম হোম সিরিজের লোগো উন্মোচন অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

ধানমন্ডিতে উইন্ডিজ সিরিজের পৃষ্ঠপোষকদের এক পরিচিতি পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়। যেখানে সিরিজের নাম ঘোষণা করা হয় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম উইন্ডিজ ক্রিকেট সিরিজ ২০২১’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজাম-উদ্দিন চৌধুরী সুজন, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা।

যেখানে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, চলতি বছর আয়োজিত সকল হোম সিরিজের নাম বঙ্গবন্ধুর নামে করা হবে।

Exit mobile version