Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারতের সংগ্রহ ৬২

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টি হানা দিয়েছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছে ৩৬৯ রান দিনশেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।

প্রথম দিনের ৫ উইকেটে ২৭৪ রানের সাথে এদিন ৯৫ রান যোগ করে থামে অস্ট্রেলিয়া। ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অজি অধিনায়ক টিম পেইন ফেরেন ৫০ রানে। আর ক্যামেরোন গ্রিন ৪৭ রানে ফিরলে ৩৬৯ রানে থামে অজিদের প্রথম ইনিংস।

নাটারাজান, শারদুল ও ওয়াশিংটন সুন্দর নেন ৩ টি করে উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ আর ব্যক্তিগত ৭ রানে প্যাট কামিন্সের শিকার হন শুভমান গিল।

৪৪ রানে ফেরন আরেক ওপেনার রোহিত শর্মা। নাথান লায়নের শিকার হন তিনি। দিনশেষে উইকেটে আছেন চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানে। বৃষ্টির কারণে শেষ সেশনে খেলা হয়নি। বোর্ডার-গাভাস্কার সিরিজ এখন পর্যন্ত ১-১ সমতায়।

Exit mobile version