Site icon Jamuna Television

ঈশ্বরদীতে বিএনপির মেয়র প্রার্থীকে মারধর, কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী পৌর নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে।

ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে ভোট পরিদর্শনে গেলে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে নৌকার সমর্থকরা। পরে পুলিশের উপস্থিতিতে তাকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয় বলে দাবি বিএনপি প্রার্থীর।

তার অভিযোগ, জোর করে নৌকার পক্ষে সিল মারতে বাধ্য করা হচ্ছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তবে তিনি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন।

ইউএইচ/

Exit mobile version