Site icon Jamuna Television

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন সাকিব আল হাসান

বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে তামিম একাদশ বনাম মাহমুদউল্লাহ একাদশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। যেখানে মাহমুদুল্লাহ একাদশের দেয়া ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করছে তামিম একাদশ।

৪৫ ওভারের ম্যাচে শুরুতেই কাটা পড়েন ওপেনার ইয়াসির আলি রাব্বি। তবে এই ম্যাচ দিয়ে রানে ফিরেছেন সাকিব আল হাসান। ওপেনার নাইম শেখের ৫০ রানের সাথে সাকিবের ৫২ রানে বড় সংগ্রহের ভিত পায় মাহমুদুল্লাহ’র দল।

এরপর মোসাদ্দেকের ৩১, মুশফিকের ২৫ রানে ভর করে ৭ উইকেটে ২২৩ রানে থামে তাদের ইনিংস। তামিম একাদশের হয়ে সাইফউদ্দিন আর শেখ মেহেদি নিয়েছেন দু’টি করে উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন না এই ম্যাচে। তবে টেস্ট দলের ৩ পেসার খেলছেন দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি।

Exit mobile version