Site icon Jamuna Television

কুয়েতে প্রবাসীরা পেতে যাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

সুমন আবদুল লতিফ, কুয়েত:

রোববার থেকে কুয়েতের স্থানীয় নাগরিক ও বাংলাদেশিসহ বিশ্বের সব দেশের প্রবাসীরা পেতে যাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। আন্তর্জাতিকভাবে এই লাইসেন্স দিয়ে বিশ্বের সব দেশে গাড়ি ড্রাইভিং করা যাবে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানায় স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।
ওই দৈনিকটি আরও জানায়, উক্ত স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের সব দেশে গাড়ি ড্রাইভিং করা যাবে।

এছাড়াও আরব টাইমস জানিয়েছে, স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটিতে জালিয়াতি করার কোনো ফাঁকফোকর রাখা হয়নি।

অন্যদিকে, স্মার্ট লাইসেন্সে থাকা স্মার্ট চিপের মধ্যে সকল প্রবাসীদের স্বস্ব স্পন্সরের ডেটা সংরক্ষণ করা হয়েছে। তবে লাইসেন্স ফি যথারীতি আগের মতই থাকছে।

উল্লেখ্য, এর আগে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কেবলমাত্র গালফের ছয় দেশে সীমাবদ্ধ ছিল।

ইউএইচ/

Exit mobile version