Site icon Jamuna Television

রংপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফুটবলারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরের পীরগাছার সৈয়দপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক ফুটবলার মারা গেছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, শনিবার দুপুরে রংপুর-গাইবান্ধা আঞ্চলিক সড়কের সৈয়দপুরে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আনিছুর রহমান টিটু মারা যায়। তিনি একজন ফুটবলার। স্থানীয় পশ্চিম পারুল এলাকায় বাড়ি। তাম্বুলপুর নামক জায়গা থেকে ফুটবল খেলে ফিরছিলেন ওই তরুণ।

এ সময় রাকিবসহ ২ জন আহত হয়। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে।

ইউএইচ/

Exit mobile version