Site icon Jamuna Television

পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল: নির্বাচন কমিশন সচিব

ফাইল ছবি।

দুই একটি জায়গা বাদে পৌর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।

আজকের পৌর নির্বাচনে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট পড়েছে বলে আশা করছি। সন্ধ্যায় নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু জায়গায় দুষ্কৃতিকারীরা নির্বাচনী পরিবেশে নষ্ট করার চেষ্টা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। বলেন, আজকের ৬০টি পৌরসভার সকল কেন্দ্রের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। ইভিএমের ক্ষেত্রে ভোট বেশি পড়েছে বলেও জানান সচিব।

ইসি সচিব জানান, নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে কেউ যদি নির্বাচনে না আসেন সেটা তাদের নির্বাচনী কৌশল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version