Site icon Jamuna Television

জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড গড়েছে নৌবাহিনী

নারীদের ৩ হাজার মিটার ইভেন্টে সতেরো বছর পর রেকর্ড নৌবাহিনীর রিংকি বিশ্বাসের। ছেলেদের ৪০০ মিটারে জহির রায়হান ও নারী ইভেন্টে স্বর্ণ সাবিহা আল সোহার। আর ১১০ মিটার হার্ডেল্সে স্বর্ণ জিতেছেন মির্জা হাসান।

ছেলেদের ৪০০ মিটার স্প্রিন্টে ৪৭.২০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জহির রায়হান। এসএ গেমসে থেকে বাংলাদেশের জন্য স্বর্ণ আনতে পারেননি। সেই আক্ষেপ ঘুচাতে চান সামনের আসর সহ এশিয়ান গেমসেও।

আর ১১০ মিটার হার্ডেলসে ১৮.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন মির্জা হাসান। ১২ স্বর্ণ ৮ রৌপ্য ও ৯ ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে নৌবাহনীনি। সমান ২৯ পদক নিয়ে দ্বিতীয় স্থানে সেনাবাহিনী। তৃতীয় অবস্থানে আনসার ও ভিডিপি।

Exit mobile version