Site icon Jamuna Television

ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরি

ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের আগ্নেয়গিরি

ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু পর্বতের আগ্নেয়গিরি। সাড়ে ৫ কিলোমিটারের বেশি উচ্চতায় পৌঁছে গেছে ধোঁয়া।

কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে আশপাশের বিশাল এলাকা। লোকালয়ে এখনও কোনো ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক দেখা দিয়েছে। অগ্ন্যুৎপাতের আশঙ্কা এমনকি লাভাস্রোত নেমে আসতে পারে বলেও আশঙ্কা জানিয়েছে প্রশাসন। পাহাড়ের পাদদেশের গ্রামগুলোতে জারি হয়েছে সতর্কতা। তবে এখনও বাসিন্দাদের সরে যাবার বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

জাভা দ্বীপের অন্যতম সক্রিয় ও উচ্চতম আগ্নেয়গিরি সেমেরু। গত ডিসেম্বরে লাভা উদগীরণ শুরু করেছিল এটি।

Exit mobile version