আগেভাগেই শেষ হলো নাসার তৈরি মেগা রকেট স্পেস লঞ্চ সিস্টেম- এসএলএস-এর ইঞ্জিন পরীক্ষা। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার কিছু আগে উৎক্ষেপন হয় এটি।
মিসিসিপির স্টেনিস স্পেস সেন্টারে খতিয়ে দেখা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট বলে দাবি করা এসএলএস-এর কোর স্টেজ সক্ষমতা। নাসার আর্টেমিস লুনার মিশন প্রোগ্রামের অংশ এসএলএস।
আবারও চাঁদের বুকে মার্কিনীদের পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই কর্মসূচি। এই মিশনে ২০২৪ সালে চাঁদে প্রথম নারী মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিজ্ঞানিদের।

