
সিলেটে আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার চার্জশিট গঠন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহিতুল হকের আদালতে হাজির করা হয় ৮ আসামিকে। এ সময় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুরসহ ৮ জনকে আসামি করে চার্জ গঠন করেন বিচারক। দুই আসামির জামিন ও তিন আসামির ডিসচার্জ আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।
এর আগে, তিন ডিসেম্বর মামলার প্রধান অভিযুক্ত বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুরসহ আট জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে অভিযুক্ত আটজনের মধ্যে ছয়জনকে ধর্ষণে সরাসরি জড়িত এবং অন্য দু’জনকে তাদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গেলো বছরের ২৫ সেপ্টেম্বর স্বামীর সাথে বেড়াতে আসা ওই নারী ধর্ষণের শিকার হয়।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply