Site icon Jamuna Television

লড়াকু ভারতের বিপক্ষে ৫৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া

ব্রিসবেন টেস্টে ভারতদের বিপক্ষে ৫৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের প্রথম ইনিংসে করা ৩৬৯ রানের, জবাবে ব্যাট করতে নেমে দলে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দরের ৬২ ও শার্দূল ঠাকুরের ৬৭ রানের উপর ভর করে লড়াই করার পুঁজি পায় ইন্ডিয়ানরা।

দলের হয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন পরিক্ষিতরাও রোহিতের ৪৪ আর অগরওয়ালের ৩৮ রানে অজিতের চাইতে ৩৩ রানে পিছিয়ে থেকেই ৩৩৬ রানে অলআউট হয় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড নেন ৫টি উইকেট আর দুটি করে উইকেট নিজের নামে লিখিয়েছেন কামিন্স ও মিসেল স্ট্রাক। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২১ রান।

Exit mobile version