Site icon Jamuna Television

জাদুকর সাকিবের জাদুর ক্যাপ

আইসিসির দশক সেরা দলের সদস্য হিসেবে আইসিসির পক্ষ থেকে পাঠানো টিম ক্যাপ হাতে পেয়েছেন সাকিব আল হাসান। ২০১৯ সালের শেষের দিকে গেল দশ বছরের সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা ঘোষণা করে দশক সেরা ক্রিকেট দল।

সেই দলের সদস্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে সাকিবের হাতে দশক সেরা দলের ক্যাপটি পৌঁছালে নিজের ফেসবুক পেইজে তিনি লেখেন, অবশেষ ক্যাপটি হাতে পেলাম। এই পোস্ট দেয়ার পরেই হাজার হাজার সাকিব ভক্ত তাকে শুভেচ্ছা জানাতে থাকেন। সেই সাথে ভক্তদের প্রত্যাশা একটাই, সাকিব যেন আর কোন দিনও নতুন কোন বিতর্কের সাথে না জড়ায়। আর এই ক্যাপের সম্মান যেন তিনি রাখেন । তার পোস্টের নিচে এমন কমেন্টই করেছে অনেক সাকিব ভক্তরা।

দশক সেরা একাদশে সাকিবের সাথে রাখা হয় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মাহেন্দ্র সিং ধোনি, বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, লাসিথ মালিঙ্গা।

গেল ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে করেণ ৬৩২৩ রান। বল হাতে উইকেট নেন ২৬০টি।

গত বছরের ২৯শে অক্টোবর সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। চলতি বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে এই নিষেধাজ্ঞা শেষ করেছেন সাকিব।

Exit mobile version