Site icon Jamuna Television

সুচিত্রা সেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনায় আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি :

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার মি. সঞ্জীব কুমার ভাটি।

বক্তারা বলেন, সুচিত্রা সেনের মতো তার শৈল্পিক মুগ্ধকর অভিনয় যুগ যুগ ধরে বেঁচে থাকবে পৃথিবীর অসংখ্য মানুষের মাঝে। বাংলা চলচ্চিত্রের সুস্থ ধারার অভিনয় জগতে এক বিস্ময়কর নাম হলো সুচিত্রা সেন। আজকে তার স্মৃতিকে ধরে রাখতে হবে। আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে অমর এই শিল্পীর কথা। এর আগে মহানায়িকা সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আয়োজকেরা।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সভাপতি এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, বনমালী ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, বিশিষ্ট চিকিৎসক রামদুলাল ভৌমিক প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version