Site icon Jamuna Television

ময়মনসিংহে প্রতিবন্ধী সানজিদাকে হত্যার প্রধান আসামি গ্রেফতার

ময়মনসিংহ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপহরণ করে সাত বছরের শিশু সানজিদাকে হত্যার ঘটনায় প্রধান আসামি ইয়াসিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার দুপুরে ময়মনসিংহ র‌্যাব অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের সিইও এফতেখার উদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত ইয়াসিন নেশাগ্রস্ত। গেলো ১২ জানুয়ারি তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকার দিনমজুর শাহজাহান আকন্দের বাক প্রতিবন্ধী মেয়ে সানজিদাকে অপহরণ করে পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।

কিন্তু দিনমজুর পিতার পক্ষে টাকা দেয়া সম্ভব না হওয়ায় হত্যা করে অপহরণকারীরা। অপহরণের তিনদিন পর ১৫ জানুয়ারি বাড়ির পাশের জঙ্গলে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার পর ঘটনায় জড়িত ইয়াসিনকে গ্রেফতার করে র‌্যাব।

ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত বলে জানায় র‌্যাব। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version