স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘বিশেষ’ জার্সি পরে মাঠে নামবে টাইগাররা। এই বিশেষ জার্সি নিয়ে আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছেন লাল ও সবুজ রঙয়ের মিশ্রণেই তৈরি করা হয়েছে বাংলাদেশের নতুন জার্সি। যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য। দেশ স্বাধীনের ৫০ বছর পূর্ণ হওয়ায় বিষয়কে সামনে রেখে জার্সিতে নতুনত্ব আনছে বিসিবি।
এই জার্সি নিয়ে আকরাম বলেন, পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাও স্বাধীনের ৫০ বছর পূর্তিতে গৌরবে অনুভব করেছে। তাই এই বছরের ২৬ মার্চ ৫০তম স্বাধীনতা দিবসকে উদযাপন করতেই এই জার্সির পরে খেলোয়াড়দের মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
টাইগারদের নতুন এই জার্সিটা বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করেই বানানো হচ্ছে। সবুজ এবং লাল ছাড়া এই জার্সিতে অন্য কোন রঙ নেই। রয়েছে স্মৃতিসৌধ। আশা করছি জার্সিটা সবার ভালো লাগবে। এমটাই জানিয়েছেন আকরাম খান।
আগামী ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই।

