Site icon Jamuna Television

নিজেদের আন্ডারডগ মেনেই টাইগারদের মুখোমুখি হবে উইন্ডিজ: ফিল সিমন্স

করোনায় যেখানে বিপর্যস্ত গোটা বিশ্ব ক্রীড়াঙ্গন। এরই মাঝে সাহস করে তিন তিনটি দেশ সফর করে ফেলেছ উইন্ডিজ ক্রিকেট দল। যদিও বাংলাদেশ সফরে দলটিতে নেই তেমন কোন পরিচিত মুখ। এ নিয়ে সিমন্সের কোন আক্ষেপও নেই। তবে অল্প কিছু ভীতি আছে বাংলাদেশ দলের স্পিনারদের নিয়ে। স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে ভয়-ভীতি না থাকলেও ফিল সিমন্স জানালেন মাঠে নামবেন তারা আন্ডারডগ তকমা গায়ে নিয়েই।

সফরকারী উইন্ডিজ দলের কোচ ফিল সিমন্স বলেন, বাংলাদেশ দল ৪ জন বা ৫ জন স্পিনার খেলালেও সমস্যা নেই কারণ আমরা নিজেদের আন্ডারডগ ভেবেই মাঠে নামবো। যা জবাব দেবার সেটা না হয় মাঠেই দিবো।

তিনি মনে করিয়ে দেন এই সিরিজের মধ্য দিয়েই ওয়ানডে সুপারলিগ শুরু হতে যাচ্ছে, তাই কোনভাবেই এই সিরিজকে খাটো করে দেখছে না তারা। আর সিরিজ জিতেই ঘরে ফিরে যেতে চাই আমরা। তাই বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে উন্ডিজ দলের খেলোয়াড়রা।

নিজের দলের খেলোয়াড়দের প্রসঙ্গে সিমন্স বলেন, দলের সবাই আমাকে সন্তুষ্ট করেছে। যার যার ক্ষেত্রে সে সে বেশ ভালো করছে, তাই ম্যাচের জন্য সেরা একাদশ অনেকটাই ঠিক করে ফেলেছি আমি। প্রস্তুতি ম্যাচের পর পুরো দলটি সাজাবো।

আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

Exit mobile version