Site icon Jamuna Television

নিরাপত্তার মধ্যেও যুক্তরাষ্ট্রে চলছে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যেও রাজধানীসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে চলছে ট্রাম্প সমর্থক ও কট্টরপন্থীদের বিক্ষোভ-সমাবেশ।

স্থানীয় সময় রোববার ছোট ছোট দলগুলোর বেশিরভাগই সশস্ত্র অবস্থায় ছিলো। টিয়ার গ্যাস এড়াতে ভারী মাস্ক ব্যবহার করেন অনেকে। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের উপস্থিতি সত্ত্বেও প্রশাসনিক ভবনগুলোর বাইরে জড়ো হন ক্ষুব্ধ মার্কিনীরা।

এছাড়া, টেক্সাস-অরেগন-মিশিগান-ওহাইয়ো ছাড়াও আরও কিছু রাজ্যের গভর্নর দফতরের বাইরে উপস্থিত হন কট্টরপন্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর ডানপন্থীদের দেয়া পোস্টের ভিত্তিতেই এ জন-সমাবেশ।

সেসব পোস্টে বিক্ষোভকারীদের সশস্ত্র অবস্থায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। এর আগেই, নবনির্বাচিত রাষ্ট্রপ্রধান জো বাইডেনের অভিষেক আয়োজনে সশস্ত্র হামলার ইঙ্গিত দিয়েছিলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- FBI। তারই ভিত্তিতে গৃহীত হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version