Site icon Jamuna Television

করোনায় সারাবিশ্বে ২০ লাখ ৩৯ হাজারের বেশি প্রাণহানি

টানা দ্বিতীয় দিন করোনায় রেকর্ড মৃত্যু দেখলো বিশ্ব

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২০ লাখ ৩৯ হাজার ছাড়ালো প্রাণহানি। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ হাজারের বেশি।

নতুনভাবে ৫ লাখ ৩১ হাজারের বেশি মানুষের শরীরে মিললো কোভিড নাইনটিন। সবমিলিয়ে মোট সংক্রমিত ৯ কোটি ৫৫ লাখের মতো। এদিন- যুক্তরাষ্ট্রেই দু’হাজারের মতো মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ৪ লাখের ওপর।

রোববার দ্বিতীয় সর্বোচ্চ ১২শ’র ওপর মানুষ মারা গেছেন মেক্সিকোতে। দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ। এদিন, ব্রিটেনে- ৬৭১, ব্রাজিলে- ৫১৮, রাশিয়ায়- ৪৮১ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

একদিনে তিন শতাধিক মানুষ মারা গেছে জার্মানি-কলোম্বিয়া ও ইতালিতে। ভারতে দৈনিক মৃত্যুহার কমে এলেও, দেশটির মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের ওপর।

Exit mobile version