Site icon Jamuna Television

ভারতের প্রজাতন্ত্র দিবসে বসবে বাবরি মসজিদের বদলে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর

ভারতের প্রজাতন্ত্র দিবসে হবে অযোধ্যায় বাবরি মসজিদের বদলে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। রোববার বিষয়টি নিশ্চিত করে ‘দি ইন্দো-ইসলামিক ফাউন্ডেশন- IICF।

আগামী ২৬ জানুয়ারি গাছ রোপণ এবং পতাকা স্থাপনের মাধ্যমে শুরু হবে মসজিদের নির্মাণ কাজ। সকাল সাড়ে ৮টা নাগাদ ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। ভেঙ্গে ফেলা বাবরি মসজিদ থেকে ২৫ কিলোমিটার দূরেই নতুন মসজিদের ৫ একর জমি।

এর আগে ডিসেম্বরে সেই মসজিদের অনিন্দ্য সুন্দর নকশা প্রকাশ করা হয়। যাতে মূল ভবন ছাড়াও থাকবে বিশেষায়িত হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং লাইব্রেরি।

মূল স্থপতি এস এম আখতার জানান, গোলাকৃতির মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবেন দু’হাজার মুসল্লি। ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙ্গের ফেলার ২৭ বছর পর, ২০১৯ সালের নভেম্বরে চূড়ান্ত রায় শোনান ভারতের সর্বোচ্চ আদালত। তাতে বিতর্কিত জায়গাটিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ আসে।

Exit mobile version