Site icon Jamuna Television

আনুশকা ধর্ষণ হত্যার প্রতিবাদে সহপাঠীদের দেয়াল লিখন

রাজধানীর কলাবাগানে ও লেভেল শিক্ষার্থী আনুশকা নুর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধানমন্ডির বিভিন্ন এলাকায় প্রতিবাদী দেয়াল লিখন লিখেছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা। রোববার রাত থেকে বিভিন্ন দেয়ালে ‘প্রতিবাদী দেয়াল লিখন’ শুরু হয়।

তৌসিফ ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, মাস্টারমাইন্ড স্কুলের দেয়াল লিখন দিয়ে প্রতিবাদী লেখা শুরু হয়েছে। সারারাত লেখা চলবে। প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী প্রতিবাদী দেয়াল লিখনে অংশ নিয়েছে।

দেয়ালের স্লোগান গুলোর মধ্যে রয়েছে, জ্বালো জ্বালো আগুন জ্বালো, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো, আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, প্রীতিলতাদের সংগ্রাম চলছে চলবে, ধর্ষকের বিরুদ্ধে লড়াই হবে এক সাথে, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই ধর্ষক নিধনে এই লড়াইয়ে জিতে হবে, এই লড়াই দাবি আদায়ের এই লড়াইয়ে জিতে হবে, এই লড়াই বাঁচার লড়াই এই লড়াইয়ে জিতে হবে, ধর্ষকদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, ক্ষমতা না জনতা জনতা জনতা, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, গোলটেবিল না রাজপথ রাজপথ রাজপথ।

Exit mobile version