Site icon Jamuna Television

৩২৪ রানের অপেক্ষায় ভারত

ম্যাচ জিতলেই অজিদের বিপক্ষে সিরিজ জিতবে ভারত। সেই লক্ষ্যেই ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুবার বৃষ্টির ফাঁদে পড়েও, বিনা উইকেটে ৪ রানে চতুর্থদিনের খেলা শেষ করে টিম ইন্ডিয়া।

আগের দিনে করা বিনা উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ-দিনে মাঠে নামে অজিদের দুই ওপেনার। ওপেনিং পার্টনারশিপে ওয়ার্নার ও হ্যারিস মিলে গড়ে তোলেন ৮৯ রানের জুটি।
হ্যারিসের ছন্দ পতন হয় ব্যাক্তিগত ৩৮ রানে, শার্দুলের বলে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে। আর সুন্দরের ডেলিভারিতে ওয়ার্নার ড্রেসিং রুমের পথ ধরেন ৪৮ রানে।

এর পরেই অজিদের চেপে ধরে ভারতের বোলাররা। মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর একের পর এক আঘাতে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ২৯৪ সাথে যোগ হয় ৩৩ সব মিলিয়ে টিম ইন্ডিয়ার সামনে জড়ো হয় ৩২৮ রানের জয়ের টার্গেট। টেস্ট ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট নেয় সিরাজ আর শার্দুলের শিকার ৪ উইকেট।

Exit mobile version