Site icon Jamuna Television

গল টেস্টে লজ্জার হার শ্রীলঙ্কার

গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে সফররত ইংল্যান্ড। শেষ দিনে আর মাত্র ৩৬ রান দরকার ছিল জো রুটের দলের। আর কোন উইকেট না হারিয়েই সে লক্ষ্যে পৌঁছে ইংল্যান্ড।

৩ উইকেটে ৩৮ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেন বেয়ারস্টো এবং লরেন্স। বেয়ারস্টো ৩৫ ও লরেন্স ২১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। জয়ের জন্য ৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগের-দিন ডম সিবলে, জ্যাক ক্রলি ও জো রুটকে হারিয়ে বসে ইংল্যান্ড।

এরআগে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানে অলআউট হয় লঙ্কানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১৩৫ রানের জবাবে ৪২১ রান করে ইংল্যান্ড। ২২৮ রানের ইনিংস খেলা জো রুট হয়েছেন ম্যাচসেরা। দ্বিতীয় টেস্টও একই ভেন্যু গলে, ২২ ডিসেম্বর থেকে।

Exit mobile version