Site icon Jamuna Television

মির্জাগঞ্জে নারী ইউপি সদস্য প্রার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে সম্ভাব্য এক নারী ইউপি সদস্য প্রার্থীকে গণধর্ষণের অভিযোগে সজীব (২৬), রাজ্জাক (৪০) ও জলিলুর রহমান (৩০) নামের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের স্ব স্ব বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ওই নারী নিজে বাদি হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আটককৃতদের রোববার বিকালে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী মাধবখালী ইউপি নির্বাচনে সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। শনিবার রাত নয়টার দিকে তার স্বামী বাড়ির পাশের রাস্তায় কাঠ কাটতে ছিলো। এ সময় স্বামীর জন্য ঘর থেকে পান নিয়ে যাওয়ার সময় তাকে একা পেয়ে রাজ্জাক, সজীব এবং জলিল মাফলার দিয়ে মুখ চেপে নির্জন স্থানে নিয়ে যায়। পরে ওই নারীকে তারা পালাক্রমে ধর্ষণ করে।

মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার জানান, ভুক্তভোগীর ডিএনএ রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/

Exit mobile version