Site icon Jamuna Television

রাশিয়ায় ফেরার পরই গ্রেফতার পুতিনের প্রধান বিরোধী দলীয় নেতা নাভালনি

রাশিয়ায় ফেরার পরই গ্রেফতার হলে পুতিনের কট্টর সমালোচক এবং প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনি।

মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন হাজারো কর্মী-সমর্থক। তাদের সামলানোর জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত দাঙ্গা পুলিশ। বেশ কয়েকজন আটকও হন। কিন্তু, উড়োজাহাজটির গতিপথ পাল্টে শেরেম-তিয়েভো এয়ারপোর্টে নামানো হয়। সেখানে, নাভালনিকে পুলিশের একটি দল আত্মসমর্পনের নির্দেশ দেয়।

প্রাণঘাতী নার্ভ এজেন্ট- নোভিচক প্রয়োগের পর চিকিৎসার জন্য জার্মানিতে ৫ মাস ছিলেন তিনি। এদিকে, নাভালনির মুক্তির দাবি জানিয়েছে বিভিন্ন দেশ।

Exit mobile version