Site icon Jamuna Television

ফিলিস্তিনি বন্দিদের সবার শেষে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত ইসরায়েলের

চলতি সপ্তাহেই কারাবন্দিদের করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আনছে ইসরায়েল। তবে, কয়েদিদের মধ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর ফিলিস্তিনি বন্দিরা টিকা পাবেন সবার পরে।

ইসরায়েরের কারাগারগুলোতে বন্দিদের জন্য ভ্যাকসিন কর্মসূচির তালিকায় রয়েছেন ৪ হাজার ৪০০ ফিলিস্তিনি। এদিকে, ফিলিস্তিনি বন্দিদের সবার পরে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এ সিদ্ধান্ত বিকৃত মানসিকতার পরিচয়।

ইসরায়েলি কারাগারে বন্দি অন্তত আড়াইশ’ ফিলিস্তিনি করোনা আক্রান্ত। ভ্যাকসিন প্রদান শুরুর তিন সপ্তাহের মধ্যেই ২০ লাখের বেশি ইসরায়েলিকে কর্মসূচির আওতায় এনেছে সরকার।

Exit mobile version