Site icon Jamuna Television

বিপিএলে জয় পেলো শেখ জামাল

বিপিএল ফুটবলে শেখ জামালের কাছে হেরেই মিশন শুরু করলো চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে ২-১ গোলে হেরে যায় চট্টলার আবাহনী।

দেশ সেরা দুই কোচের মুখোমুখি লড়াইয়ে কে জেতে সেটা নিয়ে আগ্রহের কমতি ছিলো না ফুটবল পাড়ায়। একদিকে মানিকের শেখ জামাল অন্যদিকে ফুরুফুল হকের চট্টগ্রাম। মুখোমুখি লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্কোর বোর্ড নাম লেখাতে। একের পর এক আক্রমন রুখে দিলেও থামানো যায়নি জামালকে।

প্রথমার্ধের শেষ দিকে উজবেক মিডফিল্ডার ওতাবেকের গোলে এগিয়ে যায় শেখ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যাবধান দ্বিগুন করে ধানমন্ডিকে ২-০ গোলের লিড এনে দেন নুরুল আবসার।

তবে ম্যাচের ৮৪ মিনিটে ব্রাজিলিয়ান রিক্রুট নিক্সন স্পট কিক থেকে ব্যাবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী। তাই মৌসুমের শুরুটা হার নিয়েই মাঠ ছাড়তে হলো চট্টগ্রামকে।

Exit mobile version