Site icon Jamuna Television

২০ জানুয়ারি দেশে আসছে ভারতের দেয়া ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন

আগামী ২০ জানুয়ারি দেশে আসছে ভারতের দেয়া ২ মিলিয়ন ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চালান। আজ সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

একইসাথে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিতে ঔষধ প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলেও জানান তিনি।

অধ্যাপক আবুল বাশার বলেন, একইসাথে আগামী ২১ থেকে ২৬ তারিখের মধ্যে বাংলাদেশ সরকারের সাথে চুক্তির আওতায় তিন কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

উল্লেখ্য, এই ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে বিনামূল্যে উপহার হিসেবে প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

Exit mobile version