Site icon Jamuna Television

টাবুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড

নব্বই দশকের আলোচিত বলিউড অভিনেত্রী টাবুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

টাবুর অজান্তেই একটি প্রমোশনাল পোস্ট তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়ে যায়। এ রকম সন্দেহজনক কার্যকলাপ হওয়ার পর টাবু বুঝতে পারেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এর পর তিনি একটি স্টোরির মাধ্যমে ফলোয়ারদের সতর্ক করেন। খবর আনন্দবাজার পত্রিকার।

টাবু লিখেছেন– ‘হ্যাক অ্যালার্ট। আমার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না’।

সম্প্রতি বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকের খবর প্রায় শিরোনামে উঠে আসছে। এ বিষয়ে অভিযোগ জানানোর খুব অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান করে দেয় সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version