Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপ্রধান হিসেবে কাল শপথ নেবেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপ্রধান হিসেবে কাল শপথ নেবেন জো বাইডেন। অন্যান্যবারের জমকালো আয়োজনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন আবহে অভিষেক হবে বাইডেনের।

এবার মহামারির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে সীমিতসংখ্যক অতিথি অংশ নেবেন অনুষ্ঠানে। থাকবে না লাখো সমর্থকের ভিড়। যদিও ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অনলাইন প্ল্যাটফর্মে থাকবে পুরো অনুষ্ঠান সরাসরি দেখার ব্যবস্থা। ইতিহাসে প্রথমবার পূর্বসূরীর অনুপস্থিতিতে শপথ নেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের শপথকে ঘিরে যুদ্ধকালীন নিরাপত্তা ব্যবস্থার আওতায় ক্যাপিটল হিল, হোয়াইট হাউজ আর পাশ্ববর্তী ভবনগুলো প্রহড়ায় থাকছে ন্যাশনাল গার্ডের ২০ হাজার সেনা। ৯/১১’র হামলার পর এবারই নিরাপত্তা লকডাউন দিয়েছে ওয়াশিংটন।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে শুরু হবে মূল আয়োজন। ৯০ মিনিটের অনুষ্ঠান উপস্থাপনা করবেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস।

Exit mobile version