Site icon Jamuna Television

ভ্যাকসিন বণ্টনকে কেন্দ্র করে ভয়াবহ নৈতিক বিপর্যয়ের মুখে বিশ্ব: ডব্লিউএইচও’র মহাপরিচালক

ভ্যাকসিন বণ্টনকে কেন্দ্র করে ভয়াবহ নৈতিক বিপর্যয়ের মুখে বিশ্ব। দরিদ্র দেশগুলোর জীবনের বিনিময়ে দিতে হবে এর মূল্য। সোমবার বিবৃতিতে একথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

টিকা বণ্টন নিয়ে উৎপাদক ও ধনী দেশগুলোর কড়া সমালোচনা করেন তিনি। বলেন, টিকা নিয়ে ধনী দেশগুলোর প্রতিযোগিতা ভয়াবহ ঝুঁকিতে ফেলছে দরিদ্র দেশগুলোকে। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা সংগ্রহ পিছিয়ে যাচ্ছে বলে ক্ষোভ ঝাড়েন তিনি।

আধানম জানান, গত বছর টিকা সংগ্রহে অন্তত ৪৪টি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, চলতি বছরও হয়েছে ১২টি। এ পর্যন্ত প্রায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ হয়েছে ৪৯ ধনী দেশে। যেখানে দরিদ্র দেশগুলো বেশিরভাগই বঞ্চিত। বিশ্বজুড়ে টিকা সরবরাহে স্বচ্ছতার আনার আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান। আগামি মাসে কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকা সরবরাহ শুরুর বিষয়েও আশাবাদ জানান।

তেদ্রোস আধানম বলেন, বলতে বাধ্য হচ্ছি, কিছু দেশ ও কোম্পানি কেবল দ্বিপাক্ষিক চুক্তিকে গুরুত্ব দিচ্ছে। কোভ্যাক্সকে পাশ কাটিয়ে টিকার দাম বাড়িয়ে সবার আগে টিকা পেতে চাইছে। বেশি লাভের আশায় ধনী দেশকে অগ্রাধিকার দিচ্ছে উৎপাদকরা। ধনী ৪৯ দেশই ৩ কোটি ৯০ লাখ ডোজ টিকা সংগ্রহ করেছে। অথচ এমন দেশও আছে যারা মাত্র ২৫ ডোজ পেয়েছে।মিলিয়ন নয়, হাজার নয়, কেবল ২৫ ডোজ।

Exit mobile version