Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে সরকার

ফেব্রুয়ারিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি দেখে অন্য ক্লাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। শিক্ষার্থী আর অভিভাবকরাও বলছেন, সামাজিক দূরত্ব মেনে ক্লাসে ফিরে যাওয়ার বিকল্প নেই। শিক্ষকদের মতামতও তেমনই।

করোনা মহামারিতে প্রায় ১ বছর হলো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকরা বলছেন, অনলাইন পড়ালেখায় খুব একটা সুফল মিলছে না। অন্যদিকে, বেসরকারি এক গবেষণায় দেখা গেছে ৭৫ ভাগ শিক্ষার্থী ক্লাসে ফিরতে আগ্রহী।

এসব মাথায় রেখেই আগামী ফেব্রুয়ারিতে স্কুল-কলেজ খোলার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তারা জানায়, সরকার চাইলে ফেব্রুয়ারির যেকোন সময় ক্লাস শুরু হতে পারে। এ ব্যাপারে সরকারি নিদের্শনাও রয়েছে। তবে ক্লাস শুরু হলেও বন্ধ থাকবে ছাত্রাবাস। তবুও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়কে ইতিবাচকভাবেই দেখছেন শিক্ষাবিদরা।

প্রসঙ্গত, এরইমধ্যে চলতি বছরের নতুন বই নিয়েছে শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমাও দিয়েছে।

Exit mobile version