Site icon Jamuna Television

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তত আছে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তত আছে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেজন্যই সংশ্লিষ্ট বিলগুলো দ্রুত পাস করা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে প্রশ্নোত্তর টেবিল উত্থাপন করে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনা স্থগিত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময়, আইন প্রণয়ন কার্যাবলীতে তিনটি বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিল তিনটি হলো, ইন্টারমিডিয়েট ও সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১।

শিক্ষামন্ত্রী জানান, ফল প্রকাশের জন্যই এসব বিল পাস হওয়া জরুরি।

Exit mobile version