Site icon Jamuna Television

বাংলাদেশে আল-কায়দার কোনো অস্তিত্ব নেই, জঙ্গী হামলারও কোনো আশঙ্কা নেই: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলাদেশে আল-কায়দার কোনো অস্তিত্ব নেই। বর্তমানে দেশে জঙ্গী হামলার কোনো আশঙ্কা নেই। আজ মঙ্গলবার আগারগাঁওয়ে সহিংসতা ও চরমপন্থা প্রতিরোধে ইসলামিক বিজ্ঞজনদের ভূমিকা নিয়ে এক আলোচনায় এমনটা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, একজন ইমামের মতো করে কোনো রাজনীতিবিদ মানুষকে ইসলাম সম্পর্কে বোঝাতে পারে না। জুম্মার নামাজে তারা যদি একটি পূর্ণাঙ্গ আলোচনাও করেন তাহলে মানুষ জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকবে।

এসময়, মসজিদকে সবদিক থেকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইসলামে মাদক, সন্ত্রাসের কোনো জায়গা নেই।

Exit mobile version