Site icon Jamuna Television

বেক্সিমকো গ্রুপ নামে অফিস খুলে প্রতারণায় ২ জন গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের ঋণ ও চাকরি দেয়ার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, উপজেলার বানিয়াজুরি এলাকায় ব্যবসায়ী সঞ্চয় সমিতি বেক্সিমকো গ্রুপ নাম দিয়ে অফিস খুলে ওই প্রতারক চক্রটি। এরপর শতাধিক গ্রাহকদের ঋণ ও চাকরি দেয়ার নামে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়ে তারা গা ঢাকা দেয়।

ভুক্তভোগীরা এ নিয়ে থানায় অভিযোগ করলে সোমবার রাতে সাভারের আশুলিয়া এলাকা থেকে ওই প্রতিষ্ঠানের পরিচালক সম্রাট ও ক্যাশিয়ার পরশ শিকদারকে গ্রেফতার করা হয়।প্রতারক চক্রের অন্য সদস্যদেরকেও গ্রেফতারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

Exit mobile version