Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহতের সাথে সংশ্লিষ্ট বাস চালক গ্রেফতার

গতকাল (১৮ জানুয়ারি) রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহতের ঘটনায় দায়ী আজমেরী স্লোরী পরিবহনের বাস চালককে গ্রেফতার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় সিআইডি।

সিআইডি জানায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও নিবীড় পর্যবেক্ষণের মাধ্যমে রাজধানী সহ প্বার্শবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে রাতেই বাস চালককে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বাস চালক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় বিমানকন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

Exit mobile version