Site icon Jamuna Television

ফ্লাইট শিডিউল না জানায় কাল পৌঁছাবে না ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল (২০ জানুয়ারি) একটি বিশেষ বিমানে করে ভারত সরকার কর্তৃক উপহার দেয়া ২০ লক্ষ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিন আসার কথা থাকলেও তা আগামীকাল না এসে কবে পৌঁছাবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে এক ভারতীয় হাইকমিশনের এক চিঠিতে বলা হয়, ভ্যাকসিন গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তুতি শেষ না হওয়ার কারণে পূর্বনির্ধারিত তারিখের একদিন পর তা সরবরাহ করা হচ্ছে।

Exit mobile version