Site icon Jamuna Television

উইন্ডিজের বিপক্ষে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ: তামিম

উইন্ডিজের বিপক্ষে নিজস্ব ব্রান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ: তামিম

উইন্ডিজের বিপক্ষে নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ, সিরিজের প্রথম ওয়ানডের আগে এমন ঘোষণা দিলেন অধিনায়ক তামিম ইকবাল। বুধবার সকাল সাড়ে ১১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।

ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সে হাজির হয়ে তামিম বলেন, দীর্ঘ বিরতির কারণে আর্ন্তজাতিক ক্রিকেটে প্রথম ৫টি ওভার খুব গুরুত্বপূর্ণ হবে। সাকিব আল-হাসান আপাতত চারে ব্যাট করবেন; আর সৌম্য সরকারকে খেলানো হবে সাত নাম্বারে। সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন অধিনায়ক।

প্রতিপক্ষ হিসেবে উইন্ডিজের ক্রিকেটারদের বেশিরভাগই অপরিচিত আর তাই বাড়তি সচেতন বাংলাদেশ দল।

Exit mobile version