Site icon Jamuna Television

হংকংয়ের নাগরিকদের জন্য নতুন ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন

হংকংয়ের নাগরিকদের জন্য এ মাসেই নতুন ভিসা ব্যবস্থা চালু করতে যাচ্ছে ব্রিটেন।

এর আওতায় যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি, এমনকি ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ারও সুযোগ খুলে যাবে ৫৪ লাখ হংকংবাসীর। যা চীনশাসিত অঞ্চলটির মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ।

হংকংয়ে মানবাধিকার এবং চলাফেরার স্বাধীনতায় চীনের হস্তক্ষেপের বিরুদ্ধে এ সিদ্ধান্ত ব্রিটিশ প্রশাসনের। ব্রিটিশ সরকারের অনুমান, আগামী পাঁচ বছরের মধ্যে এ সুবিধা নেবেন হংকংয়ের কমপক্ষে তিন লাখ মানুষ।

ইউএইচ/

Exit mobile version