Site icon Jamuna Television

ভারতে করোনার টিকা নেয়ার পর অসুস্থ কমপক্ষে ৫৮০ জন

ভারতে করোনাভাইরাসের টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন কমপক্ষে ৫৮০ জন। এখন পর্যন্ত টিকা গ্রহণকারী দুই ব্যক্তি মারা গেলেও, তাদের মৃত্যুর সাথে টিকার কোনো সম্পর্ক নেই বলে দাবি প্রশাসনের।

সোমবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিকা কার্যক্রম শুরুর তিনদিনে ৩৮ লাখ ভারতীয় করোনার প্রতিষেধক নিয়েছেন। টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রায় ৬শ’ মানুষের শরীরে। এর মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিকা নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর প্রদেশের একটি সরকারি হাসপাতালে মারা যান ৪৬ বছর বয়সী এক ব্যক্তি। কর্ণাটকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরেকজন।

দিল্লি বলছে, টিকায় ত্রুটি তাদের মৃত্যুর কারণ নয়। যদিও অন্যান্য শারীরিক অসুস্থতা আছে- এমন ব্যক্তিদের টিকা না নেয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

ইউএইচ/

Exit mobile version