Site icon Jamuna Television

চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় অংশ নিলো তাইওয়ান

চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় অংশ নিলো তাইওয়ান

চীনের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় অংশ নিলো তাইওয়ান। মঙ্গলবার হিশিনচু প্রদেশের একটি ঘাঁটিতে হয় এ মহড়া।

অস্ত্র-সরঞ্জামাদি প্রদর্শনের পাশাপাশি নিজেদের যুদ্ধের সক্ষমতাও দেখায় সামরিক বাহিনী। মহড়ায় অংশ নেয় ট্যাংক, মর্টার ও মেশিনগানসহ নানা ধরণের ছোট-বড় অস্ত্রে সজ্জিত সেনারা। দেশকে সুরক্ষিত রাখতে সেনাদের প্রস্তুতি জানান দিতেই এ মহড়া বলে জানিয়েছে তাইওয়ান।

যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে বেইজিং-তাইপে সম্পর্কে। তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ বলে দাবি করে চীন।

Exit mobile version