Site icon Jamuna Television

নৌকার বিপক্ষে দলের যেসব নেতারা পৌরসভা নির্বাচনে মাঠে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের

নৌকার বিপক্ষে দলের যেসব নেতারা মাঠে ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: কাদের

পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে দলের যেসব নেতা ও জনপ্রতিনিধিরা মাঠে ছিল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী জানিয়েছেন, বিদ্রোহী প্রার্থী ও তাদের মদদদাতাদেরও কোন প্রকার ছাড় দেয়া হবে না।

বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ’র এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। এসময় বিএনপি’র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনা টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করাই তাদের রাজনীতি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Exit mobile version