Site icon Jamuna Television

জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান এনআইএ’র নতুন পরিচালক এভ্রিল হেইনেস

জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান এনআইএ'র নতুন পরিচালক এভ্রিল হেইনেস

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ’র নতুন পরিচালক এভ্রিল হেইনেস।

মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তিনি হত্যাযজ্ঞের নথিভুক্ত নয় এমন গোপনীয় রিপোর্ট প্রকাশের অনুমতি চান। এরমাধ্যমে সৌদি রাজপরিবারকে রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা সর্বসম্মুখে প্রকাশ পাবে- এমনটা জানান ডেমোক্র্যাট সিনেটররা।

২০১৮ সালের অক্টোবরে, তুরস্কের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার পর; লাশ গুম করা হয়। ধারণা করা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড। কিন্তু অভিযোগটি প্রমাণ করা যায়নি। পরের বছরই- ৩০ দিনের মধ্যে হত্যাযজ্ঞের রিপোর্ট প্রকাশের বিধান রেখে প্রতিরক্ষা বিল পাস করে মার্কিন কংগ্রেস।

Exit mobile version