Site icon Jamuna Television

বিকেএসপির কোচ হলেন জাতীয় হকি দলের সাবেক প্রশিক্ষক গোপিনাথান

জাতীয় হকি দলের সাবেক মালয়েশিয়ান কোচ গোপিনাথান আবারও ফিরে এসেছেন বাংলাদেশে। এখন অবশ্য জাতীয় দলের কোচ হিসেবে নয় তিনি যোগ দিয়েছেন বিকেএসপিতে। সেখানে বিকেএসপি হকি বিভাগের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজই আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্ব বুঝে নিয়েছে এই কোচ।

ফেসবুক ম্যাসেঞ্জারে তিনি যমুনা নিউজকে জানান বাংলাদেশে আসতে পেরে সে অত্যন্ত খুশি। তার প্রত্যাশা বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে কাজ করে দেশের হকিকে আরও এগিয়ে নেয়ার।

এর আগে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ২০১৮ সালে। এরপর চুক্তির মেয়াদ শেষে তিনি তার দেশ মালয়েশিয়ায় ফিরে যান এবং সেখানকার একটি বেসরকারি ব্যাংকে কাজ হিসেবে কাজ শুরু করেন। তবে তার ইচ্ছা ছিলো বাংলাদেশের যে কোন দলের সাথে কাজ করার। আর সেই ইচ্ছা থেকেই এখন তিনি বিকেএসপির হকি দলের দায়িত্ব নিলেন।

Exit mobile version